দাবদাহের অগ্নিতাপে জীবন হয়েছে জ্বালাময়
প্রাণ চেয়ে রয়েছে আকাশের সরণিতে,
ধৈর্যের বাঁধ বারংবার গিয়েছে ভেঙ্গে
তাই প্রার্থণা, বৃষ্টির ধারাপাত নামুক ধরণীতে।
অনেক রাগ করেছে ধরণীতলে সবাই
তবু নিশ্চুপ সে, শান্ত হয়ে থেকেছে বারবার,
তারপর, আকাশের কালো মেঘ এনে দিল
‘শান্তির বরিষ ধারা’, ধরণীর এপার-ওপার।
বিদ্যুতের চমকে আনন্দে উদ্ভাসিত হয়েছে মন
রিমঝিমের মিষ্টি আওয়াজে ভরে যাচ্ছে ধরাতল,
গাছপালা, প্রাণীকূল ফিরে পেল প্রাণ
পুকুর, ডোবা, নদী-নালায় আকাঙ্খিত তার ফল।।
*****