সূর্যদেবের ঝলকানিতে জেরবার প্রাণ-মন
লেলিহান দগ্ধ আগুনের তাপে জর্জরিত সর্বজন,
মাথা ঘোরে, ওষ্ঠাগত হয় জীবন
ঋতুর ধারাপাতে তবু হাসিমুখে মেনে নিতে হয় এ মনন।

বরুণ দেবকে দেখার জন্য তাই তো ডাকি বারবার  
‘দেখা দাও, নিভাও এ আগুন, হচ্ছে যে সবাই জেরবার’,
মাঠ-ঘাট, নদী-নালা সব যে শুকায় অগ্নিবাণে  
মনুষ্যকুল, জীবকুল, পক্ষিকুল ঝলকে মরে জানে।

আসুক কাল-বোশেখি, উঠুক ঝড়
আসুক স্নিগ্ধ বারিধারা ভরিয়ে সব ঘর,  
প্রকৃতি উঠুক জেগে, শুষ্ক পাতা ভরুক নব যৌবনে  
নিভুক এ আগুনের লেলিহান শিখা, আশা জাগুক প্রাণে।।  
              *****