বাতাসে ভাসে শেফালিকার সৌরভ,
বাজে আগমনীর সুর ।

ঢাকের বাদ্যিতে মন ছোটে
আনন্দে বহু দূর ।।