কাশের দোদুল দোলায় ঝরে শেফালী আগমনীর সুরে,
নীল আকাশে ভাসে মেঘের ভেলা ওই সুদূরে।
বাজায় বাঁশি রাখাল বালক উদাসী মনের আনন্দে,
কচি ধানের সবুজ শীষে লাগে দোলা পরমানন্দে।
কুমোর ভাই বড়ই ব্যস্ত মায়ের মূর্তির অলংকরণে,
বাজবে ঢাক ডুডুম ডুডুম মাতবে প্রাণ নাচনে,
খোকা খুকি আসবে ছুটে সাজবে শুভ মননে।।
********