***********
ভাত ছড়ালেই কাক আসবে
এমন ভুলটি কোর না
স্বাদ পেয়েছে চাউমিনের
ভাত মুখে আর রোচে না।
কাঠবিড়ালী,পেঁয়ারা খাবি?
ঘাড় বেঁকিয়ে বলল আমায়
পেঁয়ারা নয়, পাস্তা দিবি?
না হলে তুই চুলোয় যাবি।
বুলবুলি আর ধান খাবে না
হচ্ছে অ্যাসিডিটি,
স্যালাড উইথ ব্রাউন ব্রেড
ওতেই হবে পুষ্টি।
চড়ুইপাখি শান্ত স্বভাব,
ক্ষুদ কুড়েতেই তুষ্ট,
তারও চাই কেক-পেস্ট্রি
জানিয়ে দিল স্পষ্ট।
মাছরাঙ্গারাও মাছ ছেড়েছে
খাচ্ছে নিরামিষ,
প্রোটিনটা একটু বেড়ে গেছে
চলবে না আর আমিষ।
টিয়ারা সব মুখ বেঁকালো
লঙ্কা লাগে তেঁতো,
পিৎজা হলে মন্দ নয়
রসিয়ে খাওয়া যেতো।
একি ঘোর কলি এলো
বসন্তে শিলাবৃষ্টি,
শালিক বসে খাচ্ছে কোক
এ কি অনাসৃষ্টি।।
জয়ন্ত