আর হবনা সহজ-সরল,ভদ্র আমি সেই ছেলেটি
ভালো নামের তকমাটাকে আজকে দিলাম আমি ছুটি!
এবার চুলে স্পাইক হবে, পায়ের নিচে বাইক হবে
রাতের বেলাও চোখের উপর কালো একটা চশমা রবে!
শিখব এবার চুরুট টানা, বাতাসেতে চুমু দেওয়া
সিদ্ধি, ফেন্সি যত দাওয়া,করব শুরু আজকে খাওয়া!
পরব না আর ভদ্র জামা, পাঞ্জাবি আর পায়জামাটা
ছেঁড়া দু-এক জিন্স পরব, ফ্যাশন টিশার্ট হাতা কাটা।
প্যান্ট পরব থাই বরাবর, হাওয়া পাসের ফুঁটো সহ
একটু উচু-নিচু হতেই যাক না দেখা কোমল দেহ!
এবার হাতে ব্রেসলেট হবে, কানের উপর ম্যাগনেট হবে
হোকনা পাখনা যতই চিকন, তাতেও ট্যাটু আঁকা রবে!
কিনব এবার চারখানা ফোন, ধরব কানে এক একটা পর
হইনা আমি যতই বেকার, বুঝুক সবাই ব্যস্ততা মোর!
আর রবে না আমার ফোনে রবীন্দ্র বা ক্ল্যাসিক গান
হোকনা বাংলা, তাতেও যেন থাকে একটু বিদেশী টান।
আর কবনা শুদ্ধ স্বরে, শুদ্ধ সুরে বাংলা কথা
বাংলা কথা বলার ফাঁকে মেশাব স্মার্ট ইংরেজিটা।
করছি তো পণ, অস্বস্তি হোক, স্মার্ট যে আমায় হতেই হবে
নইলে হলে সহজ-সরল দাম পাবোনা মডার্ন ভবে!
আছেন কি কেউ? বলুন না স্যার,স্মার্ট হওয়ার এক কোর্স শেখাবেন -
রেট আপনার হোকনা যতই, মাসিক বেতন নগদ পাবেন ।
জয়ন্ত