বসন্ত বার্তা
************************
ভোর থেকে বুকের ভিতরে
প্রচণ্ড একটা ঝড় অনুভব হচ্ছে!
একটা কোকিল ধূসর চাদর গায়ে
ডেকে চলে অবিরাম, আমার
জালানার ধারে ছোট্ট বট গাছটার
শাখায় বসে, একদমে।
অম্রপল্লবে হামাগুড়ি দিয়ে
নামে একঝাক স্রোতসৈনিক
আমার ঘরের চালে, টুপ টুপ টুপ
একের পর এক নামে।
পুষ্পরেণু মৃদুবায়ূ শুভ্রতা বয়ে
বারেবার বলে আমার প্রাঙ্গণে
আশা কি হতাশা, সুনীল কি কুয়াশা
বুঝিনি তার চলনে।
অতঃপর কুয়াশার চাদর ছিড়ে
নীলাম্বরী আকাশে রক্তিম ভাষ্কর
শুভ্র তুলির আচড়ে লিখে দিলো
ওরে বোকা, প্রিয়া আসছে!
***********************
১৫ ফা: ১৪২৩/২৭ ফে: ২০১৭