এপারেও যে ওপারেও সে, নাড়ি;
কাঁটাতারের বেড়ার ফাঁকে, আড়ি।
দুটোই হাত দুটোই চোখ, মজুর;
সারা বছর চোখ রাঙায়, হুজুর।
ভোট বাদ্যি ঘণ্টা ধ্বনি, কাঁসর;
বোমা হামলা তুরুপ তাস, আসর।
লুকিয়ে ভাব মিষ্টি ডাব, শাঁস;
একটু বুলি ওড়াবো খুলি, আশ।
টিকি দাড়ির কোলাকুলির, দেশ;
আমার বাড়ি বারুদ ভূমি, শেষ।
শুকনো থালা শিশু শ্রমিক, গরীব;
কামান দাগে আমার পেটে, মনিব।
একটা গিরি নীল আকাশ, হেম।
বন্ধ করো যুদ্ধ খেলা, প্রেম।।