প্রান্তিক হতে আর কিছু কাল
বিতস্তার ঢেউগুলি নিলীন হলে
পশ্চিমের শ্মশানে জ্বলে ওঠে সূর্যচিতা
চিতোরের চারুলতা নিয়ে
কি মিষ্টি মেঘে
আবেশে...
তমসার তীরে শকুনের পালক
আঙুলের ফোঁটায় মহাকাব্যিক ক্রন্দন
গাছের ছাল... আর... বাল্মীকি
তোকে খুঁজি সেই বনান্ত অনন্তে মীরা
নতনেত্রে বর্ণক্ষেত্রে
কতো অনুষ্টুপ আক্রোশে
আমার চক্রবাক্‌ মিতায়নে
নিশীথের অরন্তুদ বিলাপ
রক্তপ্রবালে গেঁথে দেয় তোকে
তাকাতে পারি না
নাক্ষত্রিক দীর্ঘশ্বাসে সুদূর সহবাস
হৃদয়স্রাবী শ্রাবণ ঝরে শুধু পাতায়
তুই আর আমার না।
আমি প্রান্তিক হয়ে যাই।  
জ্বলে ওঠে চিতা।