বলিনি তোকে
বলিনি আমার পায়ের হিসেব
কৈলাসের কালোবাস থেকে যেদিন
তোর চোখের সরোবরে
মেঘ চুঁয়ে ঝরেছিলো
শ্রাবণ পদ্মনাভিতে
ওই পাপড়িতে সেদিন
ক্লীবলিঙ্গ হয়েছিলাম অলকা...
অলখ আকাশ আর মুক্তো মেঘ
শরীরী হিরণ কিরণে বিকীর্ণ বিবেক
অস্পন্দ নিশীথে সীমন্তরাগ
ক্লান্ত ঊর্মির অধর পরাগ
পারিনি পথিক হতে ওই প্রয়াগে
সীমন্তিনীর কন্দর্পকান্ত সোহাগে
বলিনি তোকে...
আমার অস্পর্শ স্বাক্ষর
আকাল-অকাল কৌলিক অক্ষর
তবু শ্বাসাঘাতে অন্বিষ্ট এষণে
নীলপদ্ম অনুক্ষণ অন্ধক্ষণে
অস্তরাগের অরুণিমা তন্দ্রায়
তোর কৌমুদী দ্রবণ অলকায়...