সেদিন একান্তে একা
এক্কা দোক্কা পায়ে
খড়িমাটি রং নিয়ে
বুকের মুখ ও সুখ সাজাচ্ছিলাম কবিতা
পাহাড়ের ঘাম চেটে
হরিণা জ্যোৎস্নায়
আরব অমানিশায়
জোনাক জোয়ারে ডুবে মুক্তো মালা খুঁজচ্ছিলাম
পেলাম তোমাকে কবি
প্রবালে লিখছিলে
ঊর্মিমালার কবিতা
সাগর নৈঃশব্দে ঢেউ উঠেছিলো চোখে
বসলাম তোমার পাশে
বললাম, “কি লেখো?”
বললে তুমি, “তোমার কাব্য,
পাতা ভরা বর্ণ স্বর্ণ, আর কিছু নয়;
সমুদ্র শ্বাস বাতাস ভেজা স্বপ্নময়।”