আমার নিজের ছেলে অতি আদরের,
পরেরটাকে ভাবি কোন এক বাঁদরের |
আমার ছেলেকে আমি খুব ভালোবাসি,
বাঁদরের বাচ্চাটাকে মারি,লাথ,চর,ঘুষি ||
আমার ছেলেকে দেবো যা আছে পৃথিবীর সবকিছু,
বাঁদরের বাচ্চাটার কাছ থেকে কেড়ে নেব আমটুকু |
আমার ছেলেকে কিনে দেবো মাহিন্দ্রা থার,
বাঁদরের বাচ্চা ! যা,তুই গাড়ি পরিস্কার কর ||
আমার আছে অনেক টাকা ছেলেকে বানাবো ডাক্তার,
বাঁদরের বাচ্চা ! তোর না আছে স্কুল, না আছে মাস্টার ||
আমার ছেলেকে কিনে দেব আছে যত বই,
তোর তো শিক্ষা নেই পারিস করতে সই ?
আমার ছেলেকে দেখ! আজ সে পড়েছে সুট বুট টাই,
হে………ল্যাংটো বাঁদরের বাচ্চা তোর প্যান্টটাই নাই ||
আমার ছেলেকে দেবো পৃথিবীর সব আনন্দ,
তোর লেজটাকেই কেটে নেব হবে নাকো মন্দ ||
আমি মানুষ আমার ছেলে সবথেকে সুন্দর,
ঘুরে বেড়াস গাছে ডালে-তুই এক বান্দর ||
আমার ছেলে অতি আদরের,
তুই ব্যাটা কোন বাঁদরের?