বৃষ্টিতে খুঁজে ফিরি সেই শিহরণ জাগানিয়া স্পর্শ,
অরন্যের মাঝে পাই সেই না ভোলা সজীব অবাক ঘ্রাণ !
আঁধারেও দেখতে পাই তাঁর প্রদীপ উজ্জ্বল প্রতিছায়া,
নির্জনতায় সুর বাঁধে অবোধ অন্যপ্রাণ ।
ফুলের গন্ধ আপন মনে হয়,
পাখিদের ন্যায় ঘর বাঁধবো তোমারই সনে শুধু,
বিধাতা সনে হৃদয়ের এ কোন অদ্ভুত আজব প্রার্থনা !
মোর স্বপ্ন জাগরণে আজ তাঁরই শাসন- রাজ,
রাত্রির অমৃত সুরায় মাতাল হৃদয় জপে শুধু হে তোমার হৃদয় হরণকারীনির পবিত্র নাম।
বুঝতে পারি না এটাকে কি বলব?
হৃদয়ের কু ভাবনা না মধুর বিপদ!
বলে আমায় দেও গো হে স্বপ্ন ললনা!