এই তো...
শ্রাবনের প্রথম বর্ষণে ভিজে যেদিন হয়ে ছিলাম একাকার,
তুমি ছিলে বৃষ্টি মগ্ন, আমি ছিলাম তোমাতে বিভর।
হঠাৎ মেঘের গর্জনে আঁতকে উঠে তুমি বুকের মাঝে লুকিয়ে,বলেছিলে সেইদিন সেই যাদুর তিন শব্দ---
ভালবাসি তোমায় হে প্রিয়!
ফের এসেছে শ্রাবনের পহেলা বর্ষণ,
আজ বড্ড শুনতে ইচ্ছে করছে,
ভালবাসি তোমায় হে প্রিয়!
হয়ত তুমি বুঝতে পেরে আমার মনের কথন,
পরপার থেকে আমায় শ্রাবনের রিনিঝিন গুঞ্জনে,
বলছ আমায় ফের যাদুময় সেই তিন শব্দ...
ভালবাসি তোমায় হে প্রিয়!
শুনতে পারছি কান পেতে,
এই তো!