দূর আকাশে চাঁদ হয়ে,
উকি দেয় আমন- গীত !
এসো সবে বিভেদ ভুলে,
হও সকলে একে অপরের প্রিয় সাথি,পরম প্রাণ - মিত ।
ভুলে সব হৃদ কলুষতা,
রাঙাও সবে মন - মন্দির ।
কে আপন,কে পর মনেতে রেখ না কোন বিভেদ,
অথই দ্বিধা অথবা বিদ্বেষের ভিত ।
নাচে - গানে - সপ্ত রঙের আয়োজনে
মাত হে সুবান্ধব সখা - সখী !
ভ্রাতৃত্বের দাওয়াত দিচ্ছে দেখ,
সম্প্রীতির ঈদ !