=============================
মনের অজান্তে কিংবা নিয়তির অমোঘ বিধানে
ভুল হয়েই যায়,
ভুল মানুষের সাথে, ভুল সময়ে, ভুল পরিচয়,
সারাবেলা অকারণ, ভালোবাসার অভিনয়।
ঐশ্বর্য বিত্ত বিদ্যা রূপ যৌবন অসার ক্রন্দন,
জীবনের হিসেবে নিকেশ সময়ের কড়চায়,
দিন কেটে যায়, কথায় কথায়
জীবন সায়াহ্ন ঘনায়,
সংসার দারা পুত্র পরিজন, জীবনের যত স্পন্দন,
শুধু কি মায়ার ভ্রম।
সবই কি অহেতুক আলোড়ন।
তবে কি সবই ভুল, ভুল জীবন
সব হাসি, সব অর্জন
ভুল, সব ভুল, মিথ্যে জীবন।
তবুও বড় ভালোবাসায় বাঁধি অতৃপ্ত এ মন।
একটাই তো জীবন।
পূর্ণ করে সকল সমীকরণ,
জড়িয়ে রাখি পরম মমতায় মায়ার এ বন্ধন।
হোক সে ভুল
তবুও যে সে পরম আপন,
তার সাথে
শান্ত সরোবরে নিত্য সহমরণ।
==========================================