=======================

ভেবো না,
তোমাকে হারানোর কষ্টে, বিবর্ণ আমি,
সর্বহারা শোকের মাতম বানাবো ।
মহরমের মতো, শানিত খঞ্জরের তীক্ষ্ণ আঘাতে,
শরীর রক্তে ভাসাবো ।
ভেবো না,
ঘুমহীন চোখে তারাজ্বলা আকাশের নিচে,
উসখু খুস্কু চুলে, ভাবুক কবির মতো,
বিরহ গাথায় কবিতার খাতা ভরে তুলবো ।
ভেবো না,
পাড় মাতাল হয়ে পানশালায়,
সস্তা মেকআপ এর ভিড়ে, তোমার মুখ খুঁজবো ।
ভেবো না,
প্রত্যাখানের তীব্র দহনে পাগল হয়ে,
হাত কেটে তোমার নাম লিখবো,
রক্ত দিয়ে চিঠি লিখবো,
তোমাকে শুধু একবার দেখার জন্য,
তোমার নতুন ঠিকানায়,
নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে থাকবো ।
ভেবো না,
তোমার পূর্ণতার অহংকার,
আমাকে কষ্ট দেবে ।
তোমার নতুন স্বপ্নের আলোকসজ্জা,
আমাকে দুঃখ দেবে ।
ভেবো না,
তোমাকে ফিরিয়ে দেয়া স্মৃতি আমাকে তাড়িয়ে ফিরবে,
কোনো এক নির্দিষ্ট দিনে, সেই দিনে,
তোমার কথা ভেবে চোখের পাতা ভিজে উঠবে ।
ভেবো না,
তুমি ফিরিয়ে দিয়েছো অবহেলায় ,
তাই আমি এতোটাই এলোমেলো ।
তবে নিশ্চিত যেনো,
তুমি পাশে থাকলে,
লিখতে হতো না এ কথা গুলো,
কবিতা হতো তখন অন্য রকম ,
আনন্দ প্রাণের ছোঁয়ায় উদ্ভাসিত, উচ্ছসিত,
অতুলনীয় আবেগী এক কাব্য গ্রন্থ ।

==============================