==========================
নেবে ফুল,
দু’হাত ভরে নাও ।
দেব প্রাণ ভরে আজ ।
খুলে কপাট,
খুলে অন্ধ গলি ।
রন্ধ্র রন্ধ্র, শৃঙ্খলিত দ্বার ।
ভালোবাসার সঞ্জীবনী ধারায়,
নহর বসাব আজ ।
নিয়ে যাও যত,
কুঞ্জ কুঞ্জ আঁচল ভরে,
এলানো কেশের রশিতে বেঁধে,
চন্দন, মল্লিকা, শিউলি, কামিনী, কান্তা ।
শিমুল,বকুল,পলাশ,টগর,কৃষ্ণচূড়া ।
নিয়ে যাও তত।
ভালোবাসার বেদীতে,
উৎসর্গ হবে আজ।
দেব না যেতে খালি হাতে,
শুনবো না কোনো কথা,
মানবো না সমাজ, মানবো না কোনো প্রথা।
তোমাকে বলতেই হবে ভালোবাসি,
ভালোবাসতেই হবে আজ ।
যদি শুধু আজকের জন্য হয়,
যদি অনুক্ষণের জন্যও হয়,
তবুও তোমাকে ভালোবাসতেই হবে ।
ভালোবাসতেই হবে আজ ।
=====================