==========================
পৃথিবীতে এত্তো এত্তো প্রেমের দেব দেবী,
অ্যাপোলো, হেরা, কিউপিড, আফ্রোদিতি
রাধা, কৃষ্ণ কিংবা পার্বতী
কত সহস্র, কত অজস্র
অথচো কেউ কখনো ভুল করেও,
আমাকে এতটুকু করুণা করেনি।
ভালোবাসার জাদুর কাঠির স্পর্শে,
আমার বর্ণহীন সাদা কালো পৃথিবী,
কখনো রঙিন করে তোলেনি।
চুপ করে কেউ বলেনি, ভালোবাসি।
বইয়ের ভাঁজে কখনো খুঁজে পাইনি,
অস্ফুট এলোমেলো কথামালার চিরকুট,
কৃষ্ণচূড়ার শুকনো পাপড়ি,
শুধুমাত্র, আমার জন্য একটু হাসি।
কিংবা, আকাশ ভালোবাসি বলে
আমার পাশে বসে মুগ্ধ চোখে,
কেউ আকাশের দিকে তাকিয়ে থাকেনি।
ফিনকি ফোটা জোস্নার চাদরে মুড়ে,
হাতে হাত রেখে, হেটে যেতে
যতদূর চোখ যায়, অজানায়।
অথচো, আমি সবসময় চেয়েছি
কেউ একজন,
শুধুমাত্র আমার জন্য নীল শাড়ি পড়ুক,
ক্লান্ত বিকেলের নরম আলোতে,
আমি একটু ছুঁয়ে দেবো বলে,
জানালার গ্রিল ধরে অস্থির শিহরণে,
কেউ একজন পথ চেয়ে থাকুক।
অপেক্ষা করুক।
কিন্তু, কেউ আমার জন্য অপেক্ষা করেনি
শুধু,আমি অপেক্ষায় থেকেছি অনন্তকাল
অথচো, যে ছেলেটা বাউন্ডেলের মতো ঘুরে বেড়াতো
ব্যক্তিত্বহীন, উড়নচণ্ডী, নির্লজ্জ, গর্দভ, এলোমেলো
যে ছেলেটা সারাদিন গাজার কল্কেতে বুঁদ হয়ে থাকতো,
তাদের সবার কপালেও ভালোবাসা জুটতে দেরি হয়নি।
কিন্তু আমি থেকে গেছি ভালোবাসাহীন,
অসমাপ্ত নীল চক্রে অসহায়, বন্দী।
আজ, জীবনে উপচে পড়া এতো প্রাপ্তি
এতো ভালোবাসা, এতো প্রাচুর্য, এতো ঐশ্বর্য
তবু কি ভুলাতে পেরেছে সেই অপ্রাপ্তি,
ভালোবাসার দেবী ছুঁয়ে দেয়নি বলেই হয়তো,
ভালোবেসেছি, কিন্তু ভালোবাসা পাইনি।
============================