========================

ভালোবাসার প্রবল এ স্রোতস্বিনী
কোথায় তার উৎস মুখ
কোথায় বাঁধা তার নাড়ী।
কোথায় বয়ে যায় তার
নৃত্য পাগল চঞ্চল জলরাশি।
থৈ থৈ ঢেউ, অথৈ
অনন্ত ছুঁটে চলা।
কোথায় পড়বে নোঙ্গর
কোথায় ঠিকানা।
কবে শেষ হবে
কখন
অবিরাম এ পথচলা।
প্রগলভ অশান্ত মন
ছুঁয়ে দেবে
প্রগাঢ় ভালোবাসা।

অতঃপর
সাঙ্গ হবে, অবশেষে
অধীর এ অপেক্ষা।

====================