======================
আজকের প্রথম প্রহরে,
যে লাল গোলাপটা ফুটলো,
আমি জানি,
সে আমার জন্য ফোঁটে নি।
কখনো আমার জন্য ফোঁটে না তো !
ভাগ্যের যে বরপুত্র,
যার কপালে পড়লো এ রাজটিকা,
এ রাজদণ্ড, যার হাতে পাবে শোভা
তার প্রতি,
আমার কোনো ঈর্ষা নেই,
ক্ষোভ নেই,
অক্ষম অতৃপ্ত যন্ত্রনা নেই।
তাকে আমার প্রানঢালা অভিনন্দন।
হে বিজয়ী,
এ অর্ঘ্য, এ নিবেদন, এ সবকিছু তোমার
তোমাতেই, দ্বিধাহীন সমর্পণ।
কাল হয়তো আবার ফুটবে,
আরেকটা লাল গোলাপ।
স্নিগ্ধ ভোরে, শিশিরে
অনর্থক অর্থহীন অনুলাপ।
হয়তো সেই গোলাপটিও আমার জন্য নয়,
এমনই তো হয়,
প্রতিদিন কতই না গোলাপ ফোঁটে,
কে এলো, কি পেলো
তাতে কার কি যায় আসে।
যা আমার নয়,
তা কক্ষনো আমার নয়।
যা আমার,
তা কখনোই অন্য কারো নয়।
=============================================