=====================================

যতবার বলি, যতবারই বলি
চোখে মুখে ভাবে, যত শত বার
"ভালোবাসি"
ভ্রূকুচঁকে, কপট রাগে, অবিশ্বাসে
হাত নেড়ে, শ্লেষ মেখে, বলো
মিথ্যে বললে আবার
সাজানো সব বুলি,
ছেলে ভুলানো, লোক দেখানো
কেন বলো?

বিমূঢ় কষ্টে আমি কুঁকড়ে থাকি,
দিশেহারা নাবিকের মতো পথ খুঁজি,
রাতকে ভাবি দিন আর
দিনের বেলায় জ্যোৎস্না খুঁজি।
কি করে, কি কথায় তোমাকে বুঝাই
কতটুকু ভালোবাসি।
তুমি যে আমার পদ্ম পুকুর,
ইচ্ছে মতো সাঁতার কাটি, শাপলা তুলি
তুমি আমার মিষ্টি ভোর
নতুন সূর্য, অলস দুপুর
একটু ঘুম,
দীর্ঘ রাত্রির রূপালী চাদর,
ঝরঝরে বর্ষার কদম ফুল,
কৃষ্ণচূড়ার টোপর, শুভ্র বকুল
রক্ত করবীর রক্তিম প্রভা,
রাধাচূড়ার হলুদ শাড়ি।
তুমিই যে আমার স্বপ্নচারিনী,
মধ্যে রাতে ঘুম ভাঙতেই
যার ছোঁয়ায় স্বস্তি খুঁজি।
এ পৃথিবী ছেড়ে সুনীল আকাশে
অনন্ত নক্ষত্ররাজি,
ছায়াপথ, নীহারিকা, সাত সমুদ্র
নিঃসীম জলরাশি।
যদি তুমি না থাকো, সব অর্থহীন
মিথ্যে সব মিথ্যের নির্লজ্জ বেসাতি

কি করে যে বোঝাই?
তবু যদি বলো, মিথ্যে বলি
তবে এ পৃথিবীতে কোনো সত্য নাই জানি,
শুধু পরম সত্য,
আমার মতো কেউ কখনো তোমাকে ভালোবাসেনি।

================================