=========================
তুমি ভুলে যেতে বললেই ভুলে যাবো
বিষয়টা এমন নয়।
ফোটায় ফোটায় সঞ্চিত ব্যাকুল সময়
ঝরাপাতার মতো, এক ফুৎকারে উড়ে যাবে
বিষয়টা এমন নয়।
জীর্ণ কবিতার খাতার সারি,
কিংবা অবহেলায় পড়ে থাকা হলুদ খামের চিঠি
আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেবো
বিষয়টা এমনও নয় ।
চাইলেই যেমন ভালোবাসা যায় না
বললেই সব ফিরিয়ে নেয়া যায় না,
ফিরিয়ে দেয়া যায় না।
পরিত্যক্ত শেকড় যেমন মাটির গভীরে একে বেকে
প্রানান্ত খুজে ফিরে প্রাণের স্পন্দন।
ভালোবাসা তেমনি ,আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে,
জড়িয়ে রাখে জীবনের সুবিশাল প্রাঙ্গণ।
এক জীবনে ভালোবাসা একবারই হয়
ভালোবাসা থেকেই যায়,
কিছুতেই মুছে যাওয়ার নয়।
===================