============================
ভীষণ ক্ষুদ্র এই জীবন।
ক্ষুদ্র এই জীবনে ভালোবেসে
কি করে তুষ্ট হবে মন।
একটিই মাত্র জীবন, ভালোবাসার,
ভালোবাসার কলি ফুটতেই যার
সময় হয় ঝরে পড়ার।
ভালোবাসার আকাশ কত্তো বড়,
শত সহস্র ব্রহ্মাণ্ড বুকে
তবু অনন্ত, বিস্তৃত, অবারিত।
এক প্রান্তে রং ছড়াতেই তার
দিন ফুরিয়ে সায়াহ্ন।
ভালোবাসার সেই প্রকাণ্ড ক্যানভাসে
বড্ড নগণ্য একরত্তি জীবন।
তবুও জীবন, অমিত স্পর্ধায় বেঁধে রাখে
ভালোবাসার প্রতিটি স্পন্দন।
ভালোবাসতে তো ইচ্ছেই করে জনম জনম।
তবুও ভালোবাসার জন্য, শুধুমাত্র
একটিই জীবন।
=============================