=========================

সেই চিরন্তন কথা
সেই ভালোবাসা
কতবার, নতুন সুরে
ফিরে ফিরে আসে
বারে বারে
নতুন সাজে, নতুন ঝালড়ে
নতুন কাব্যের ছন্দ মেখে চোখে।
অচেনা নয়
বহুবারের দেখা অতি পুরাতন সে
এসেছে ফিরে আবার
ছদ্মবেশে, ছদ্মনামে
কি বা আসে যায়
নাই বা হলো কথা
পূর্ব পরিচয়ে।
এসেছে অতিথি
বাজবে বাঁশি, উঠবে সুর
ফুটবে কলি
ছন্দ সাজাবে পাগল কবি।
বসে পাশাপাশি
স্মৃতির কালি মুছে দিয়ে
রঙিন তুলিতে
আঁকা হবে নতুন ছবি
নতুন করে বলা হবে
সেই চিরন্তন পুরাতন কথা
ভালোবাসি।

=====================