=============================
আমি চাই,
তুমি একটা নীল শাড়ি পড়ো ।
কপালে থাকুক বড় একটা লাল টিপ ।
তোমার ঠোঁটের কোনে লুকিয়ে থাকা,
সহস্র বছরের মায়াবী ভ্রমের সাথে,
লাল রং থাকুক ।
তোমার হাতে থাকুক রেশমি চুড়ি
আঙুলে খেলা করুক পাখরাজের দ্যুতি
তোমার চুল খোলা থাকুক
মেঘেরা লজ্জা পাক
বাতাসে ছড়িয়ে পড়ুক অচেনা ভুবনের সুরভী ।
আমি চাই,
তুমি চোখে কাজল দাও,
কাজল চোখের গভীরতায় হারিয়ে যাক ছন্দ, কবিতা,
তোমার নাক ফুলে জমে থাকুক আভিজাত্য
কানে দুলুক হীরের খণ্ড, খোঁপায় বেলি ফুল,
রচিত হোক অনন্য এক মহা কাব্য ।
আমি চাই
তোমার মুখে সবসময় চাঁদের আলো খেলা করুক
হাসি লেগে থাকুক,
সেই মিষ্টি হাসি
রিনিঝিনি ছন্দে, নৃত্যে মেতে উঠুক বিবর্ণ পৃথিবী
আমি চাই,
তুমি অবিরাম কথা বলো
উচ্ছল ঝর্ণা যেমন ঝরে পড়ে অবিরত ।
নপুংসক সময় পড়ে থাকুক
আমি শুধু শুনে যেতে চাই,
সবসময়, অনন্ত ।
আমি চাই,
তুমি সবসময় আমার হয়ে থাকো
আমার পোশাক হয়ে, সুগন্ধি হয়ে
মিশে থাকো আমার স্পর্শে,
নিঃশ্বাস হয়ে ছড়িয়ে পড়ো
আমার হৃৎপিণ্ডে, রক্তের স্পন্দনে, প্রতিটি রক্ত কণিকায় ।
আমি চাই,
আমার স্বপ্ন, আমার কবিতার খাতা,
তুমি অধিকার করো, ছিনিয়ে নাও
প্রতিদিন অসংখ্য অর্ঘে যে তোমাকে
বন্দি করে রাখি সংগোপনে,
তুমি তাকে মুক্ত করো ।
বিমূর্ত তুমি, মুক্ত হয়ে, এসে দাড়াও আমার সামনে ।
আমার হাত ধরো,
সুরেলা কণ্ঠে, চঞ্চলা চোখে তাকিয়ে বলো
"এতো ভালোবাসো ? "
আমি চাই,
তুমি হাত ধরেই থাকো
অনন্তকাল
বছর, শতাব্দী, সহস্রাব্দ শত,
সময়টা বন্দি থাক পাথরের পাঁজরে,
মিথ্যে হোক আর যা আছে যত ।
==============================================