=================
একটা সময় ভালোবাসা ছিলো
দূর থেকে একটু দেখা
চোখে চোখে কথা, মুগ্ধতা
অচেনা শিহরণের একটু ছোঁয়া
এক অন্য রকমের ভালো লাগা।
তারপর,
যে যার জীবনে বেঁচে থাকা।
একটা সময়, ফুল দেয়া, কবিতা পড়া
কিংবা
রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকার মধ্যে লুকিয়ে থাকতো ভালোবাসা।
ভাবনার মায়াজালে এলোমেলো কথামালা
কখনো, নৈবদ্য হয়ে ঝড়ে পড়তো
কখনো, ঝরা পাতার বিষন্নতা বুকে নিয়ে
চোখের কোনে চিক চিক করতো অশ্রু ফোটা।
একটা সময়, দ্বিধাহীন চিত্ত নির্ভয়
চিৎকার করে "ভালোবাসি" বলাটাই ছিলো ভালোবাসা।
একটা সময়, জ্যোৎস্না গলা রাতে
হৃদয়ের স্পন্দনে, কম্পনে, অনুভবে, আলিঙ্গনে
অবিরাম, অবিরত ছড়িয়ে পড়তো উষ্ণতা।
ভালোবাসা !
সেই ভালোবাসারা এখন দিশেহারা।
ফেইসবুক, মেসেঞ্জার আর টুইটারের অযুত রঙের পটভূমিতে
বড্ডো নিষ্প্রাণ, রং হারা
'শূন্য' আর 'এক' এর ইন্দ্রজালে বিভ্রান্ত
স্পর্শহীন, স্পন্দনহীন, মৃত
ভালোবাসারা এখন, সেখানে, ভীষণ একা
তবুও তো আছে , একসময় হয়তো
ভালোবাসা বলেই কিছু থাকবে না।
কিংবা কে জানে,
সৃষ্টির অমোঘ বিধানে, হয়তো
আবার ফিরে আসবে, সেই ভালোবাসা।
হলুদ খামের রঙিন চিঠি
রং ছড়াবে মুটি মুটি
ভালোবাসার রঙে, অনন্য সাজে
ছুঁয়ে থাকবে শুধু, অনন্ত ভালোবাসা।
=============================