==============================

ভালোবাসা নিয়ে বড্ড বাড়া বাড়ি করতে তুমি |
কথায় কথায় বলতে হতো,
'ভালোবাসি, ভালোবাসি' |
জন্ম দিন, পান চিনি, মালা বদল, বিবাহ বার্ষিকী ,
যেদিন আমাদের প্রথম দেখা হয়ে ছিলো,
কিংবা
ঘুম থেকে উঠে, ঘুমানোর আগে,
অফিসে যাওয়ার সময়,
এমন কি মাঝ রাতে ঘুম ভেঙে গেলেও,
তোমাকে জড়িয়ে ধরে বলতে হতো,
'ভালোবাসি, ভালোবাসি' |
না হলে,
শরতের নীলাকাশে উড়ে আসতো ঘন কালবৈশাখী |
কথার হতো আড়ি |
কথা হীন জীবন, প্রতিটি ক্ষণ,
অঝোর ধারার অভিমান বর্ষণ,  
হাত করজোড়ে, সমর্পণ অবশেষে,
বলতে হতো দরাজ কণ্ঠে,
'ভালোবাসি , ভালোবাসি' |

মাঝে মাঝে বলতাম,
ভালোবাসার কথা কি বলতে হয়?
‘যদি মিথ্যে করে বলি’ |
ভালোবাসা রা আছে,
ভাবনায়, অনুভবে, অস্তিত্বে,
হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
তবু বার বার কেন বলতেই হবে ,
ভালোবাসি |
অকাট্য যুক্তি করেনি খণ্ডন,
পারেনি ভেজাতে মন, |
বেলা শেষে, অবশেষে তাই,
শুধু অসহায় আত্মসমর্পণ |

তুমি চাইতে ,
সবসময় যেন তোমার হাত ধরে থাকি |
বিকেলে র নরম রোদে,
নদীর তীর ধরে হাটতে, পাশাপাশি |
আমার সংকোচ হতো খুব ,
হাত ধরে থাকা, একি ছেলেমানুষি?
তুমি ত্রস্তে তাকাতে চোখে,
সেই চোখ ,
আমার সকল কাব্য লিখা আছে যেখানে |
বুঝিনি তখনো, চলে যাবে কখন,
ছুঁয়ে থাকো তাই প্রাণ খানি |

তুমি চাইতে,
দু'জনে একসাথে,
বারান্দায় পা দুলিয়ে, চা খেতে খেতে
গোধূলির রং মাখি ,
কথায় কথায় আবৃত্তি করি,
প্রতি বেলায় তোমার খোঁপায়,
বেলি ফুলের মালা গুঁজি |

এমন অনেক কিছুই চাইতে তুমি
যা করার সাধ্য ছিল আমার ,
কিন্তু ইচ্ছে ছিল না |
ভেবেছি
কতটা সময়ই না পরে আছে,
থাকুক না কিছু বাকি |

এখন আমার খুব ইচ্ছে করে |
ইচ্ছে করে, চিৎকার করে বলতে ,
‘ভালোবাসি, শুধু ভালোবাসি’ |
ইচ্ছে করে,
সারাটি দিন,
তোমার হাত টি  ধরে থাকি |

কিন্তু কিই বা করি,
তুমি নেই তো এখন,
শুধু ইচ্ছেরাই আছে,
আর শুধু আছে কিছু স্মৃতি |

=============================================