==========================

এতো ভালোবাসা, এতো ভালোলাগা
বাতাসে ভাসে আনন্দ কণা।
নিঃশ্বাসে পুষ্পরেণু,
আনন্দে উচ্ছল, ঢাক, ঢোল
সুর লহরিত বেণু,
ঝক্‌মকে আলোকসজ্জ্বা।
নীল প্রভা আকাশে,
শতরঙা আলোর ঝর্ণা।
প্রিয় সুরে, প্রিয় গান
কোকিলের কুহুতান,
বকুলের মালা, খোলা চুল
কত চোখ প্রেমে ব্যাকুল,
ছন্দে বাধা কত কথা।
কারো, প্রথম প্রেম নিবেদন
কারো প্রথম কবিতা।
কেউ বা অতি চেনা,
তবু যেন কতই না নতুন,
পুরাতন সে ভালোবাসা।

ভালোবাসায় পূর্ণ এ দিন,
কেন শুধু আসে একবার।
আর যদি নাই আসে,
তবে, ভালোবাসাটুকুই
ফিরে আসুক
প্রতিদিন, বার বার।

=====================