===================
তুমি যা দেখাও, আমি তাই দেখি।
তুমি যা শুনাও, আমি তাই শুনি।
তুমি যখন যা বলতে বলো
নিঃসংকোচে, নির্দ্বিধায়, তাই বলি।
আমার জ্বলন্ত অঙ্গারের মতো দুটি চোখ এখন
শান্ত, সমাহিত, স্তব্ধ, পাথর।
আমার প্রতিবাদী বজ্র কণ্ঠ এখন
আনত, নিস্তব্ধ, নিথর।
আমার সবল হাত দুটো শৃঙ্খলিত
আমার রক্ত ঝড়া কলম এখন অনুগত
আমার পায়ে ডাণ্ডা বেড়ি
কোমরে মোটা দড়ি
কালো রাজপথে রক্ত ঝড়া পদচিহ্ন
তবু মুখে শুধু তোমারই স্তুতি।
আমি আসলে,
এখন আর আলাদা কিছু নই
তুমিই এখন আমি।
=====================