=====================================

চোখে তাকে দেখতে পাই না
মনের চোখে দেখি,
শুনতে পাই না তার কথা
শুনি শুধু রিনিঝিনি।
কতদিন ছুঁই না তাকে
তবু যেন ছুঁয়ে থাকি,
পাশাপাশি বসা, বিকেল বেলা
স্বপ্নেই তুলে রাখি।
কতদিন শুনি না তার গান
তবুও যেন শুনি সেই বাঁশি ,
কোথাও নেই সে, এ মায়ার জগতে
তবু যেন শুনি তার হাসি।

তোমাতে আমি, আমায় তুমি
আমার সবটা জুড়েই যে তুমি,
এতো কাছে থাকো, তবু বহু দূর
শুধুই কি দেয়ালে ছবি।

জেনে রেখো তুমি
এখনো বেঁচেই আছি,
তুমি ছাড়া
বেঁচে থাকা বলে যদি।

=============================================