=====================
ওই যে চাঁদ, এলোকেশী
কিন্নরী জ্যোৎস্না।
রূপালী ছল ছলে ছুঁটে চলা নদী
কারুকার্যময় জীবন, সময়
সব মিথ্যে, তুমি ছাড়া।
তুমি না থাকলে সব শূন্য
মিথ্যে এ জীবন টেনে চলা।
তুমি যদি নাই থাকো
অহেতুক জীবনের টানাপোড়েন
ভীষণ শূন্য আমি
মহাকাশ গর্ভে লুকানো নিঃসীম শূন্যতা।
তুমি ছাড়া, কিছুই নই আমি
ঠিকানা বিহীন, অপ্রয়োজনীয়, পরজীবী
অস্পৃশ্য, নগণ্য, ছন্নছাড়া।
তুমি ছাড়া ভীষণ অস্পষ্ট আমি
ধূপছায়ায় ঝড়ে পড়া শুকনো পাতা।
তুমি ছাড়া আমি,
নিতান্তই অস্তিত্বহীন
ছন্দহারা এক পাগল কবির,
কষ্ট কল্পনা।
=====================