==========================
তুমি আসবে বলেই,
ডেকে এনেছি চিত্রকর।
বাগানকে নিঃস্ব করে সাজিয়েছি ঘর।
শিউলিকে বলেছি ,
শুভ্র শাড়ির আঁচল পেতে,
ঢেকে দিতে পথ।
অপরাজিতাকে বলেছি,
নীল নকশার অপূর্ব সাজে,
সাজিয়ে দিতে রথ।
আকাশকে বলেছি ,
গভীর সমুদ্রের অপরূপ নীলে,
সাদা মেঘের ঝালর সাজাতে।
ঝর্নাকে বলেছি,
শিশির কণায় সূর্যকে ধরে রাখতে।
বসন্ত কোকিল মদির কণ্ঠে বাজাবে বাঁশি।
রাতের চাঁদ রুপালি ওড়নায়,
ঢেকে দিবে কালো অন্ধকার রাত্রি।
রাত জাগা পাখি দেখাবে পথ,
জোনাকির আলো জ্বলবে আর নিভবে,
তুমি আসবে।
বহু দূর পথের গায়েন,
এনেছি নিমন্ত্রণ করে ঘরে।
গীটারে ঝংকার, দোতারার টুং টাং শব্দ,
রংধনু পেখমে ময়ূর, আনন্দ নৃত্য ,
চঞ্চলা সুরের মাধুরীতে বেণু,
বরণ ঢালায় পুস্প রেণু,
অপেক্ষায় পথ চেয়ে আছে সকলে।
তুমি আসবে।
আমিও অপেক্ষায় আছি।
তুমি আসবেই জানি।
===============================