============================

তুমি আমার অভ্যেস হয়ে উঠো,
আমি তা কখনো চাইনি।
চাইনি
হাত বাড়ালেই নিশ্চিত ভালোবাসার স্পর্শ,
স্তব্ধ পার্বনে আমাকে মুগ্ধ রাখুক।
বেঞ্জনাহীন মিথ্যে কঙ্কনের ঝনঝনানি,
অবুঝ মনে  সুর তুলুক।
চাইনি
সকালের এক কাপ চায়ের মতো,
আমাদের ভালোবাসা রুটিন হয়ে উঠুক।
মাস শেষের মাইনের মতো,
ভালোবাসা হয়ে উঠুক নিতান্ত প্রয়োজনীয়,
আবেগহীন, এক নিস্তব্ধ সম্পর্ক।
চাইনি
রুদ্রাক্ষের মালার মতো,
ভালোবাসারা স্পন্দনহীন শুভ্রতার নেশায়,
মৃতবৎ পরে থাকুক, অসহায়।
চাইনি, আমাদের ভালোবাসা
একটি মুখস্থ কবিতার মতো হোক,
যার প্রতিটা ছন্দ, প্রতিটা ছত্র
মনে পরে যায়, অবলীলায়।

আমি শুধু চেয়েছি,
আমাদের ভালোবাসাটা হোক অন্যরকম।
প্রতিদিন একটা নতুন সকাল,
নতুন কিরণ,
নতুন কবিতায় থাকুক নতুন চরণ,
ভালোবাসার নতুন মোড়কে, প্রতিদিন
নতুন জীবন।

=========================================