========================
আকাশের অযুত তারার ভিড়ে,
কোথায় তুমি লুকিয়ে।
এক আকাশ,
এতো তারা,
বলো কোথায় খুঁজি তোমাকে।
নীলাকাশে যখন তারা গুনতাম,
তখন তুমি থাকতে পাশে।
এখনো তারা গুনি,
শুধু তুমি নেই সাথে।
চূর্ণ তারকার ওই অনন্ত নক্ষত্র বীথি,
চুপচাপ বিভোর চেয়ে থাকি,
কত শত গান, কত কবিতা, কত স্মৃতি
প্রতিক্ষণ, অনুক্ষণ
নিস্তব্ধ সময়ের সারথি।

কে বলে একা আমি,
তুমি তো আছো ই
যেমন থাকবে কথা দিয়েছিলে,
সব সময়, এক সাথে।
ঠিক তেমনি আছো,
জীবন্ত
আমার একান্ত অনুভবে।
========================