==========================
কলমটা এগুচ্ছে না কিছুতেই,
ধবধবে সাদা কাগজে শুধু আঁকিবুঁকি।
হৃদয়ে অনর্গল রক্তক্ষরণ,
বুকে সহস্র ব্যাঘ্রের গর্জন,
অক্ষম ক্রোধ, ক্ষোভ, হতাশা
বন্ধ চোখ,
চঞ্চল হৃৎপিণ্ডে উপচে পড়া রক্তের স্রোত।
বুকের বাঁপাশে চিন চিনে ব্যথা,
দু’টুকরো অঙ্গার চোখে,
ভস্ম করি নিজেকে,
তবু ভেসে উঠে বারবার তুহিনের মুখ।
কি সরল চোখ,
কি নির্ভরতা,
সংহারী পৃথিবীর জটিল অঙ্ক, কুটিলতা
কিছুই ছোঁয়নি তাকে,
পরম নিশ্চিন্তে ছিল সে পিতৃ ক্রোড়ে।
ঘাতক হাত টলাতে পারেনি তার বিশ্বাস,
কালো অন্ধকারে দেখেনি সে মুখ,
অজানা শংকায় কেঁপেছে তার ছোট্ট বুক,
আঁকড়ে থেকেছে অতি আপন সে হাত,
খুঁজেছে আশ্রয়,
চোখে ছিল বিস্ময়,
কেঁপে উঠে ছিল ধরণীতল,
আকাশ, বাতাস, ধূলিকণা, সপ্তর্ষি মণ্ডল
গগন বিদারী নিঃশব্দ চিৎকার,
এ মাটি
এ মানুষ
এ মায়া
মিথ্যে সব মিথ্যের হাহাকার,
শুধু ধিক্কার, শুধু ধিক্কার।
হৃদয়ের এ রক্তক্ষরণ,
সময়ের আঁচড়ে হয়তো মুছে দেবে মন।
আবার ছুঁটে চলবে জীবন,
শুধু ক্ষতটা,
সকল পিতার অন্তরে,
থেকে যাবে আজীবন।
======================================
(*****প্রতিবেশী কে ফাঁসাতে বাবার হাতে পাঁচ বছরের তুহিনের মৃত্যু ঘুম কেড়ে নিয়েছে আমার । মনটা শান্ত হচ্ছে না কিছুতেই *******)