===========================
হারিয়ে খুঁজি তোমাকে
পেয়ে হারাই |
স্বপ্ন ছুঁয়ে থাকো তাই
স্বপ্ন ছড়াই |
পাশে যখন থাকো
আকাশ ভেলায় ঘুরি |
ছুঁয়ে যখন থাকো
আপনাতে ভুলি |
কথা যখন বলো
কবিতা সাজাই |
চেয়ে যখন থাকো
মেঘের ভিড়ে হারাই |
চলে যখন যাও
চুপ করে থাকি |
দুহাত চেপে মনে মনে
আরেকটু থাকতে বলি |
তবুও কি তুমি থাকো ?
অন্তহীন নীল চোখে
অন্য ছবি আঁকো |
অন্য সুরে বাঁধা গান
অন্য রং এর ছবি |
অচেনা ক্যানভাস
তবু কেন আঁকি  |
সবই জানি, সবই বুঝি
সবার সাথে আছো -
শুধু, আমাতে নেই তুমি |
তবু আমি সব সময়
তোমাতেই থাকি |

==================