=====================
তোমার মদির কণ্ঠ
আমাকে ভীষণ ভাবে মাতাল করে দেয়।
উন্মত্ত সে মাদকতা সুনামির মতো আছড়ে পড়ে
আমার শিরা, উপশিরা, প্রতিটি রক্ত কণিকায়।
দেহের লক্ষ কোটি কোষ
একসাথে
প্রবল বিদ্রোহে বিস্ফোরিত হয়।
ধমনীর দুর্ভেদ্য কারাগারে
শিকল ভাঙার গানে
মুক্ত রক্ত কণিকাগুলো ছটফট করে উঠে।
অন্তঃস্থ সুপ্ত কোনো আগ্নেয়গিরির গর্জনে
উপচে পড়ে স্ফুরিত আধার
থরথর করে কেঁপে উঠে অস্থি মজ্জা হাড়।
বাতাসের সমুদ্রে এক ফোঁটা বাতাসের জন্য
আঁকুপাঁকু করে উঠে বুক।
প্রানান্ত, ধুঁক ধুঁক
চঞ্চল চোখ অবিশ্রান্ত খুঁজে ফিরে তোমাকে।
তোমার সে মদির কণ্ঠ
সংসপ্তক করে তোলে আমাকে।
তোমাকে যে বড্ড পেতে ইচ্ছে করে
আপনার আপন করে।
===============================