========================
ফ্রেমের ছবিটা ঝুলে আছে স্থির সময়ে,
আর সবই স্মৃতি।
টুকরো টুকরো ছড়িয়ে চারিদিকে,
জীবন্ত আবেগের অস্তিত্ব যেন,
একটি, একটি।

কি আশ্চর্য যাদু মন্ত্রে,
ছবির ফ্রেমে বন্দি,
জীবন, সময়
স্মৃতিময় প্রতিটি ক্ষণ,
অশ্রুময়।
স্থির হয়ে আছো তুমি,
একাগ্র দৃষ্টি, ছোট্ট হাসি
বড় মায়াময়।
জড়িয়ে  ছিলে আমার সবকিছু,
এখনো আছো,
ছুঁয়ে আছো আমার একাকী সময়।

আগে শুধু তুমি ছুঁয়ে থাকতে,  
আর এখন, আমি
বার বার ছুঁয়ে ছুঁয়ে দেখি,
ফ্রেমে বাঁধা তোমার ছবি।

================================