_________________________________


তোমাকে ভালোবাসবো বলে
আমি অপেক্ষা করে আছি হাজার বছর

তোমাকে ভালোবাসবো বলে
আমি আপন সময়কে করেছি পর

তোমাকে ভালোবাসবো বলে
আমি নির্ঘুম কাটিয়েছি অজস্র রুপালি রাত

তোমাকে ভালোবাসবো বলে
আমি নিঃসংকোচে বাড়িয়ে রেখেছি হাত

তোমাকে সাজাবো বলে
আমি ধরে রেখেছি কিন্নর জ্যোৎস্না
চিকচিক বালু তট,  নীল অপরাজিতা, চূর্ণ তারার মেলা

তোমাকে শোনাবো বলে
সূর, ছন্দ, কবিতায়, লোকগাঁথায়, কিচ্ছায়
আমি গেঁথে রেখেছি অনন্ত কথার মালা

তোমার জন্য রেখেছি আমি
শীতলপাটি, নকশি পাখা, সতরঞ্জি,
তারাফুল, চন্দন কাঠ, কাঞ্চনমালা টেপা পুতুল, মসলিন শাড়ি
নারিকেল নাড়ু, ভাপা পিঠা, রস চিতই আর পিঠা পুলি

তোমাকে ভালোবাসবো বলেই
এখনো ভোর হয়, নদী বয়ে যায়
তর তর করে পাল তোলে নৌকা।
মাঝি গলা ছেড়ে গান গায়
ফুল ফোঁটে, আগুন লাগে কৃষ্ণচূড়ায়
বাউল, প্রেমে পাগল হয়ে, সুর তুলে এক তারায়  

তোমাকে ভালোবাসবো বলেই  
কোকিল সুর তুলে, বাবুই পাখি বাসা বুনে  
পুণ্যার্থী স্নান করে গঙ্গায়

তোমাকে ভালোবাসবো বলেই
নিকষ কালো অন্ধকারে এখনো
ঝিঁঝিঁ  পোকারা আলো জ্বালায়
চাঁদ উঠে, অমাবস্যা মুখ লুকায়।

তোমাকে ভালোবাসবো বলে
আমি কখনো লাল গোলাপ ছিড়িনি
কুয়াশা ঢাকা ভোরে শিউলি কুড়াইনি
রমনা পার্কের বেঞ্চিতে বসে কারো অপেক্ষায় থাকিনি
ঘুড়িনি দেবতার পুকুর, সাজেক, নীলগিরি
রিস্যাং ঝর্ণা , আলু টিলা, মাধবকুন্ড, লালা খাল কিংবা হিমছড়ি

আসলে, তোমাকে ভালোবাসবো বলেই  
ভালোবাসা কথাটি, বহু যত্নে, বহু আদরে
তুলে রেখেছি রূপকথার ভ্রমর প্রাণে।  
শুধু তোমাকে বলবো বলে
তোমাকে ভালোবাসবো বলে।

_________________________________