======================

এই নাও হাত
ছুঁয়ে দেখো,
কুঁকড়ে যাওয়া চামড়ার নিচে
সর সর করে বয়ে যায় খরস্রোতা নদী
উষ্ণ, চঞ্চল, প্রাণবন্ত, সাহসী।

এই নাও চোখ
চেয়ে দেখো
ঘষটে যাওয়া কাঁচের আড়ালে
কি অদ্ভুত চকচকে দৃষ্টি।
এখনো সেই চাওয়া, সেই তীব্র প্রতীক্ষা
তৃষ্ণার্ত চোখ শুধু
খুঁজে ফেরে অহর্নিশি।

এইখানে হাত রাখো,
তার নিচে,
ধুঁক ধুঁক  অবিরাম স্পন্দন
জীবনের ধারাপাতে সযতনে লুকানো
অব্যক্ত কি গভীর ক্রন্দন।

এই নাও মন
নিয়ে দেখো,
এখনো মাতাল সে,
তোমার চুলের গন্ধ মেখে
বসে আছে চুপিচুপি, নিশ্চুপ একাকী
অনেকটুকু পথ  চলা একা একা
একটু না হয় থাকুক বাকি।

এই নাও কবিতা
চিন্তা চেতনা, ছন্দ, জীবন, সময় আর বেঁচে থাকা
খুঁজে দেখো,
পাবে না কিছুই, পাবে শুধু
তোমাকে নিয়ে কাটানো দলছুট সময়গুলো
দিশাহীন পথহারা এলোমেলো
আর পাবে
তোমার অপেক্ষার নৈবেদ্যে সাজানো
শুকনো পাপড়ির স্তূপের আড়ালে
চিরন্তন সে কথা......
মিথ্যে এ জীবন তোমাকে ছাড়া।
============================