=================
ভালোবেসে যাই শুধু,
প্রতিদানে চাইনি তো কিছু।
বন্ধু,
ভালো নাই বাসতে পারো,
আমি তো বাসি।
ভালোবাসার অধিকারটুকুই,
না হয় থাকুক,
একান্ত আমারি।
গন্তব্যহীন স্রোতে ছুটে চলুক,
অবুঝ ভালোবাসার তরী।
নীল পদ্ম হাতে কাটুক,
অযুত বিনিদ্র রজনী।
আর কিছু না হোক,
অন্ততঃ
অপেক্ষার ভালো লাগাটুকুই থাকুক।
ফোঁটায় ফোঁটায় জমুক,
ভালোবাসার বিন্দু।
ক্ষুদ্র সরোবরেই লুকিয়ে থাকুক,
ভীষণ প্রমত্তা সিন্ধু।
============================