====================================
এক ফোঁটা শিশির, অপেক্ষায় অধীর
কখন ফুটবে প্রথম কিরণ।
গভীর নিমন্ত্রণ, নিঃশর্ত সমর্পণ
সাঙ্গ হবে সকল আলাপন।
ঘাসের ডগায়, প্রতিটি পাতায়
এক একটি শিশির বিন্দু।
ধারণ করে আছে, একান্ত নিভৃতে
এক একটি প্রমত্তা সিন্ধু।
কত বঞ্চনা, কত কান্না
কত ভালোবাসা, কত আশা
নীরব সাক্ষী, একেকটি রাত্রি
সঙ্গোপনে করে ধারণ।
কণায় কণায়, শুধু কুয়াশায়
পুরো রাত্রির বিচিত্র অধ্যায়,
ছত্রে ছত্রে সাঁজিয়েছে চরণ।
অতঃপর অপেক্ষার প্রহর,
দীর্ঘ ক্লান্তি, হোক মুক্তি
মুছে যাক সব বারণ।
জ্বলজ্বলে সমুজ্জ্বল, আপনাতে উজ্জ্বল
এক একটি শিশির বিন্দু।
স্নিগ্ধ প্রত্যুষের, প্রথম কিরণে
লিখা আছে তার নিশ্চিত মৃত্যু।
====================================