========================
তেমন করে ভালোবাসতে শেখার আগেই
তুই বলেছিলি, ভালোবাসি।
তোর পাগলপারা ভালোবাসার সুনামি
আমাকে বোঝার অবকাশ দেয়নি
কি করে হাঁটতে হয় ভালোবাসার অলিগলি।
তবে, কেমন করে জানলি তুই
অমন করে ভালোবাসা যায়।
তুই হেসে বলেছিলি
ভালোবাসায়, শেখার কিছু নেই
ভালোবাসা এমনিতেই হয়
হয়ে যায়।
আমার হলোও তাই
পাগলের মতো ভালোবাসলাম তোকে
মধুক্ষরণ রাতের পর রাত, জ্যোৎস্না মেখে
তারা গুনতাম আকাশে, একসাথে।
তুই বলতি, ওই দেখ
এক আকাশ ভরা তারা
চূর্ণ তারকার কি অপূর্ব মেলা
একসাথে কত কাছাকাছি।
অথচ জানিস
একটি তারা থেকে আরেকটি তারা
মাঝখানে কি বিশাল দূরত্ব
কি নিঃসীম শুন্যতা, কি অসহ্য একাকীত্ব!
কি করে জানবো
ওই তারার সাথেই ছিল তোর নিবিড় মিতালী।
আজও তাই শুধু তারা গুনি, একাকী
তারার মতোই ছুঁয়ে থাকি তোর স্মৃতি।
কাছাকাছি একসাথে,লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
জানি, কোথাও না কোথাও তুই আছিস
হয়তো পারলে বলতি
ভালোবাসা এমনই
ভালোবাসলে এমনই হয়।
=========================