==================
তোমার সোঁদা গন্ধ ছেড়ে
কোথায় যাবো মাগো ?
তোমায় ছেড়ে।
তোমার মতন অমন করে
কে টেনে নেবে বুকে,
আপন করে।
মুছে দেবে ঘাম,
বিলি কেটে দিবে চুলে,
কে আমায়, আপন ছায়ায়
শীতলপাটিতে দখিনা হাওয়ায়,
নিয়ে যাবে ঘুমের দেশে।
তোমায় ছেড়ে কোথাও যাবো না আমি
কক্ষনো না।
যেদিন থেমে যাবে স্পন্দন
সেদিন ও থেকে যাবো,
সাদা কাফনে মুখ লুকিয়ে
তোমার আঁচলেই মিশে যাবো।
হবো জোস্নার আলো, বাতাসে রেণু আর ধূলিকণা
মাগো,
তুমিই যে আমার শেষ ঠিকানা।
===================