=====================
আমি হারিনি কখনো
মাথা নত করিনি কখনো।
ঝড়, বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাসে
খড়কুটোর মতো ভেসে গেছি বারবার।
তবুও হারিয়ে যাইনি,
ধ্বংসস্তূপের তাণ্ডবে অটল দাঁড়িয়ে থেকে,
প্রবল বিক্রমে ঘুরে দাঁড়িয়েছি আবার।
কাস্তে হাতে, লাঙ্গল কাঁধে
সাহস করেছি মাথা তুলে দাঁড়াবার।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে,
পান্তা আর নুনে,
একটি একটি খড়ে আবার বেঁধেছি ঘর।
দেখেছি স্বপ্ন, ফলিয়েছি ফসল
জীবনের স্পন্দনে বেঁধেছি সকল আপন পর।
তারপর,
আবার এসেছে মহাসেন,
আইলা, রোয়ানু, ফনি, নার্গিস, আম্ফান, সিডর
আরো আসবে কত শত মহা প্লাবন, মহা ঘূর্ণিঝড়।
হয়তো আবারও ভেসে যাবো
লণ্ডভণ্ড হবো, ছিন্ন বিচ্ছিন্ন হবো
তারপর, সদম্ভে উঠে দাঁড়াবো
বজ্র নিনাদ কণ্ঠে, গর্জে উঠে বলবো
আমি হারবো না কখনো,
এ দেশ আমার ।
========================