=======================
রক্ত দিয়ে কেনা এ স্বাধীনতা,
লাল সবুজের পতাকা।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত,
এক সাগর অশ্রু আর
একটি ফুল দিয়ে কেনা।
অজানা কত নাম, কত উপাখ্যান
কতো বিয়োগ বেদনা।
কতো ইতিহাস, কত কবিতা
কতো সভ্রম, কতো অপমান
হাসি মুখে কতো অম্লান বলিদান।
তবেই তো পেয়েছি এ পতাকা,
অনেক দামের এ স্বাধীনতা।
মায়ের ছল ছলে চোখ, রক্তচক্ষু বাবা
প্রেয়সীর অভিমান, বোনের অঝোর কান্না
ছোট্ট তুলতুলে হাতের মিথ্যে বায়না,
বিভ্রম মরীচিকা, ভালোবাসা, মায়া
বেঁধে রাখতে পারেনি কিছুতেই,
পঙ্গপালের মতো ছুঁটে গিয়েছিলো তারা।
আবাল,বৃদ্ধ, বনিতা
ভিক্ষুক, ছাত্র, শিক্ষক, রিকশা চালক, দিন মজুর
পুলিশ, আনসার, এমন কি উর্দি পড়া সেনারা।
স্বাধীনতার বেদীমূলে,
সঁপে দিয়েছিলো নিঃসংকোচে।
রক্তের স্রোতে স্নান করিয়েছিলো,
পরম আরাধ্য স্বাধীনতা।
সেই তাজা রক্ত এখনো,
টক টকে লাল,
লাল সবুজের পতাকা,
স্বাধীনতা।
======================