===============================
আমার চোখে কিছু একটা পড়েছে বোধকরি,
চোখ তো ভেজার কথা নয়,
কান্না নারীর ভূষণ,
আমি তো পুরুষ,
পুরুষের চোখে কখনো অশ্রু ঝরে না,
আগুন ঝরে।
তবুও আমার চোখে কেন বারবার পানি জমছে,
আমি কি তবে পুরুষ নই?
আমি কি সতীদাহ যুগের অন্তঃপুর বাসিনী,
অধিকার হীন, নিগৃহীত, পিষ্ট সে নারী
বুক চাপা কষ্টে যে অনলে দেয় আত্মাহুতি।
আমি কি তার মতো,
নাকি তার চেয়েও অসহায়,
নিঃশব্দ, ভীত, কম্পিত,ডরপুক, নিরুপায়
অক্ষম যন্ত্রনা গুমরে রাখি আদ্রতায়,
নিঃশব্দে আশ্রয় খুঁজি কান্নায়।
আমি কি তবে আর পুরুষ নই,
লুণ্ঠিত সভ্রম, ভুলন্টিত মানবতা
খণ্ডিত মতবাদ, দণ্ডিত স্বাধীনতা
কুণ্ঠিত কণ্ঠ, খণ্ড খণ্ড
তবু আমার চোখে নরম আলো,
চোখে অশ্রু ফোঁটা ফোঁটা,
জ্বলন্ত অঙ্গারের ম্রিয়মান প্রভা,
অক্ষমতা।
অসহনীয় যন্ত্রনা।
না
পুরুষেরা কাঁদে না,
পুরুষের কান্না জমে থাকে,
সহস্র ভিসুভিয়াসের অতৃপ্ত স্ফুরণে,
শুধু একটি স্ফুলিঙ্গের প্রতীক্ষা।
=================================