==================
একদিন,
খুব কাছের কোনো একদিন জানি,
কেটে যাবে,
ঘন কৃষ্ণ কালো এই অন্ধকার রাত্রি।
নির্মল ভোরের ঝলমলে আলোতে,
শুদ্ধ হবে এই পৃথিবী।
মুক্ত বাতাসে, নিঃশ্বাসে
বিস্মৃতির অতলে লীন হবে,
অশ্রুর সরোবর।
প্রাণের স্পন্দনে মুখরিত হবে,
জনপদ, প্রান্তর, শহর।
মাতাল বাতাসে,
চঞ্চল নূপুরের ছন্দে,
আবার রং ছড়াবে,
ভালোবাসার প্রহর।
খুব কাছের সেই দিনটি,
অধীর অপেক্ষায় বিভোর।
থাকি আর নাই থাকি,
তবু আসুক,
নির্মল সে ভোর।
উল্লাসে উড়ুক বিজয় কেতন,
জয় হোক মানুষের,
প্রাণের উন্মেষে ভাসুক
মুক্ত স্বাধীন এ জীবন।
====================