=======================

একটি প্রতিমার স্বপ্নে,
কত দীর্ঘ রাত নির্ঘুম কেটেছে অনাদরে।
অন্ধকার কেটে হেসেছে নির্মল ভোর,
বিভোর কেটে গেছে অলস দুপুর,
তবুও কাটেনি সে ঘোর,
থেকে গেছে চোখে চোখে ।

একটি প্রতিমার ইন্দ্রজালে,
বৃথাই খুঁজেছি পথ রুদ্ধ মরীচিকায়,
দিন রাত্রি ক্ষণ নিষ্ফল প্রতীক্ষায়,
প্রলম্বিত দীর্ঘশ্বাস তীব্র হতাশায়,
মুখ লুকিয়েছে রং হীন জীবনের পাঁজরে।

একটি প্রতিমাকে সঙ্গোপনে,
নিঃশর্ত ভালোবেসে হয়েছিলাম বিবাগী।
একটি প্রতিমা চুপ করে,
কানে কানে বলেছিলো,
বড্ড  ভালোবাসি।
আরেকটি প্রতিমা না চাইতেই,
সর্বান্ত সমর্পণে বিলিয়েছিলো নিজেকে,
অগোচরে, অনায়াসে।

পূর্ণ প্রতিমা লগ্ন,
তবু প্রতিমার খোঁজ থামেনি কখনো।
জীবন নিংড়ে,
সময় এর স্রোতে, রূপান্তরে
চলেছে অবিরত।

প্রতিমারা যে তবু অধরাই থাকে,
থেকেই যায়,
স্বপ্ন আর স্বপ্নে।
==============================